পান্নুন হত্যার ষড়যন্ত্র: ভারতীয় গ্রেফতারিতে অবশেষে মুখ খুললেন মোদি

0
1

আমেরিকার মাটিতে খালিস্থানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে গ্রেফতার করা হয়েছে নিখিল গুপ্তাকে। সেই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানালেন, এবিষয়ে কারও কাছ থেকে কোনও তথ্য পেলে অবশ্যই সেটা খতিয়ে দেখা হবে।

আমেরিকার মাটিতে খালিস্থানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিখিল গুপ্তার দিকে আঙুল তোলে মার্কিন রিপোর্ট। এই ঘটনায় ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। এদিকে আমেরিকার নির্দেশে ৩০ জুন নিখিলকে গ্রেপ্তার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ। তার পর তাঁকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাঁর বিচার চলছে। অভিযোগ প্রমাণ হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন নিখিল। এই অবস্থায় ন্যায়বিচার চেয়ে ভারতের দ্বারস্থ নিখিল গুপ্তা। শীর্ষ আদালতের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ছুটির পর আদালতের কাজ শুরু হলেই এই মামলার শুনানি হবে। আগামী ৪ জানুয়ারি থেকে এই আবেদনের শুনানি শুরু হওয়ার কথা। তার আগেই দীর্ঘ নীরবতা ভেঙে এই প্রসঙ্গে মুখ খুললেন মোদি।

বুধবার নিখিল গুপ্তা প্রসঙ্গে মুখ খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, “যদি কেউ আমাদের কোনও তথ্য দেন, তাহলে নিশ্চয়ই আমরা তা খতিয়ে দেখব। যদি আমাদের কোনও নাগরিক কোনও ভালো বা খারাপ কিছু করেন, আমরা তা খতিয়ে দেখতে প্রস্তুত। আইনের শাসনের প্রতি আমরা দায়বদ্ধ।”