জ্যোতিপ্রিয় মামলা, মধ্যরাত পর্যন্ত বন দফতরের অফিসে তল্লাশি ইডি-র

0
2

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত অরণ্য ভবনে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কার্যালয়ে তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের দাবি জানিয়েছে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের সর্বশেষ দফতর বন দফতর (Forest department) হওয়ায় সেখানেও নথি থাকতে পারে সন্দেহ করেই তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ অরণ্য ভবন পৌঁছান ইডি-র আধিকারিকরা। সোজা নতলায় প্রাক্তন মন্ত্রীর কার্যালয়ে যান তারা। ইডি আধিকারিকদের দাবি সেখান থেকে ১০ কোটি টাকার বিমার (fixed deposit) সন্ধান পেয়েছেন তাঁরা। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৬০০ স্ট্যাম্প পেপার (stamp paper)। আধিকারিকদের আরও দাবি এই সব নথিই তাঁদের তদন্তে সাহায্য করবে। প্রায় মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালান অধিকারিকরা।

রেশন বণ্টন মামলায় ২৭ অক্টোবর মধ্যরাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পর অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। গ্রেফতারির সময় জ্যোতিপ্রিয় রাজ্যের বন দফতরের দ্বায়িত্বে থাকায় তাঁর সর্বশেষ দফতরে তল্লাশি চালায় ইডি।