কথা ছিল বড়দিনের আগেই টেস্ট পেপার হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। সেই মতই মঙ্গলবার টেস্ট পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবারই স্কুলগুলোতে টেস্ট পেপার পৌঁছে যাবে। তার পরেই জেলার স্কুলগুলোতে পৌঁছে যাবে এই টেস্ট পেপার। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তবে পড়ুয়ারা কবে টেস্ট পেপার হাতে পাবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার নিশ্চিন্ত হল পরীক্ষার্থীরা।
আসন্ন মাধ্যমিক পরীক্ষায় প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। অনেক স্কুল সময় মত প্রশ্ন পত্র জমা দেয়নি বলে দেরি হয়েছিল টেস্ট পেপার ছাপাতে। তবে যে সমস্ত প্রশ্নপত্র পাওয়া গিয়েছে তাদের মধ্যে থেকেই ঝাড়াই-বাছাই করে কাজ অনেকটাই এগিয়েছিল বলে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
ফেব্রুয়ারি মাসের ২তারিখ থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। প্রত্যেকবারের মত এবারেও এই টেস্ট পেপার স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হবে পড়ুয়াদের।
আরও পড়ুন- গ্রাম বাংলায় ছড়িয়ে যাচ্ছে ‘জয়ী’, হাসি ফুটছে ক্ষুদ্র শিল্পীদের মুখে