আজ আইপিএল ২০২৪-এর মেগা নিলাম। মঙ্গলবার দুবাইয়ে বসতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল এর নিলাম। আগামী মরশুমের আগে ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করার চেষ্টা করবে। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যার মধ্যে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন আইপিএলে। ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ২১৫ জন ক্রিকেটার আন ক্যাপড। নিলামে বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। আর সূত্রের খবর এই নিলামে দিল্লি ক্যাপিটালসের টেবিলে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তার সাক্ষাৎকার।
গতমরশুমে দুর্ঘটনার কারণে আইপিএল থেকে ছিটকে যান ঋষভ। আশা করে হচ্ছে ২০২৪ আইপিএল-এ ফিরবেন তিনি। এবং অধিনায়কত্ব করবেন ঋষভ। তবে তার ফিটনেসের দিকে নজর রেখে তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এমনটাই সূত্রের খবর।
আইপিএল এর ইতিহাসে এই প্রথম দলের কোন অধিনায়ক থাকতে চলেছেন। সঙ্গে থাকছেন দলের কোচ রিকি পন্টিং এবং দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। এনাদের সঙ্গেই প্ল্যানিং কমিটিতে কিংবা সিদ্ধান্ত নেওয়াতে দেখা যাবে পন্থকে।
এছাড়াও শোনা যাচ্ছে যে, আইপিএল নিলামে দেখা যাবে সদ্য নির্বাচিত কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর গৌতম গম্ভীরকে। নাইট কর্তা জয় মেহতাকেও দেখা যাবে।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস