প্রজাতন্ত্র দিবসে না.শকতার ছক বানচাল! দেশের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে পা.কড়াও ৮ জ.ঙ্গি

0
3

বড়দিনের মুখে বানচাল নাশকতার ছক। এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার (Arrest) ৮ সন্দেহভাজন জঙ্গি (Terrorist)। এনআইএ-র (NIA) দেশব্যাপী তল্লাশি অভিযান চালাতেই হাতেনাতে পাকড়াও ৮ জঙ্গি। সকলেই আইএস জঙ্গি সংগঠনের সদস্য বলে খবর। এনআইএ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসে নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। ধৃতদের থেকে বেশ কিছু প্রচুর পরিমাণে বিস্ফোরক তৈরির উপকরণ, আগ্নেয়াস্ত্র, বেশকিছু নথি ও আধার কার্ড উদ্ধার হয়েছে বলে খবর।

এনআইএ-র তরফে জানানো হয়েছে, সোমবার মহারাষ্ট্র, কনার্টক, ঝাড়খণ্ড ও দিল্লির মোট ১৯টি জায়গা তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। আর সেই তল্লাশি অভিযানেই দেশের বিভিন্ন জায়গা থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন আইএস-এর বল্লারি মডিউলের নেতা মিনাজ ওরফে মহম্মদ সুলাইমন। কর্নাটক থেকে তাকে পাকড়াও করা হয়েছে। এদিকে ধৃতরা আইইডি বিস্ফোরণের ছক কষছিল এবং সেটি বানচাল করা সম্ভব হয়েছে বলে এনআইএ-র তরফে জানানো হয়েছে। তবে ধৃতদের জেরা করে আরও অনেক তথ্য পেতে মুখিয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা।