একদিনের ম্যাচের সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। এদিন দ্বিতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৮ উইকেটে হারলো কে এল রাহুলের দল। এই হারের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ফলাফল ১-১। জয়ের জন্য শেষ ম্যাচ পযর্ন্ত অপেক্ষা করতে হবে টিম ইন্ডিয়াকে।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২১১ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অর্ধশতরান করেন অধিনায়ক কে এল রাহুল এবং সাই সুর্দশন। ৬২ রান করেন সুর্দশন। রাহুল করেন ৫৬ রান। রুতুরাজ গায়কোওয়াড করেন ৪ উইকেট। এদিন অভিষেক হওয়া রিঙ্কু সিং করেন ১৭ রান। প্রোটিয়াদের হয়ে তিন উইকেট নেন বারগার। দুটি করে উইকেট নেন হেনড্রিক এবং মহারাজ। একটি করে উইকেট নেন উইলিয়ামস এবং মার্কামের।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৫২ রান করেন হেনড্রিক। প্রোটিয়াদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন টোনি ডে জর্জি। ১১৯ রানে অপরাজিত তিনি। ৩৬ রান করেন ভান ডার ডুসেন। ভারতের হয়ে একটি উইকেট নেন অর্শদীপ সিং।
আরও পড়ুন:চলছে ২০২৪ আইপিএল-এর নিলাম, এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার গেলো কোন দলে