ইন্ডিয়া জোটের বৈঠকের শুরুতেই কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলল সমাজবাদী পার্টি। সদ্য শেষ হওয়া মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে লজ্জার হার হয়েছে কংগ্রেসের, সেই প্রসঙ্গ উঠে এলো দিল্লিতে জোটের বৈঠকে। সেই নির্বাচনে কংগ্রেসের কাছে অল্প কয়েকটি আসন চেয়েছিল সপা। যদিও তা দিতে অস্বীকার করে কংগ্রেস। এরপর মধ্যপ্রদেশে সব আসনে প্রার্থী দেয় অখিলেশ যাদবের দল। সদ্য শেষ হওয়া সেই নির্বাচনে কংগ্রেসের অসহযোগিতা মূলক মানসিকতা তুলে ধরে সরব হন অখিলেশ। জোটের চতুর্থ বৈঠকের শুরুতেই এই ইস্যু তুলে ধরে কংগ্রেসের উপর চাপ বজায় রাখল বাকি বিরোধী গোষ্ঠী।.