হরিদেবপুরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার কলকাতা পুলিশের এক কনস্টেবলের দেহ। ঘরের পাখার থেকে ঝুলন্ত অবস্থায় ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধার করে হরিদেবপুর থানা। মৃত পুলিশ কর্মীর নাম পুলক দত্ত। বর্তমানে তাঁর পোস্টিং ছিল বেহালার পর্ণশ্রী থানায়।
পরিবার অন্যত্র থাকলেও চাকরি সূত্রে হরিদেবপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন পুলক দত্ত। সম্প্রতি, তাঁকে দেখতে না পেয়ে সন্দেহ হয় বাড়িওয়ালা ও প্রতিবেশিদের। তখন তাঁরা ফোন করেন পুলকের বাড়ির লোককে। কিন্তু তাঁরাও খোঁজ দিতে পারেননি। খবর দেওয়া পুলিশকে। এরপর পুলিশ এসে দরজা ভেঙে পুলকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খবর দেওয়া হয় বাড়ির লোককে।
প্রাথমিক তদন্তে অনুমান, ঘটনাটি আত্মহত্যা। যদিও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পুলক। এছাড়া সহকর্মীরা জানিয়েছেন, কিছুদিন আগেই কয়েকজনের থেকে ঋণ নিয়েছিলেন ওই পুলিশকর্মী। সেই সংক্রান্ত কোনও সমস্যা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।