ডুমুরজলা বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন ছড়িয়েছে আশেপাশেও

0
1

মঙ্গলবার সকালেই আগুন লাগে হাওড়ার একটি কাগজের মিলে। সেই আগুন ঠাণ্ডা হতে না হতেই বিধ্বংসী আগুন হাওড়ার ডুমুরজলা বস্তিতে। এই নিয়ে শেষ কয়েকদিনে বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটল হাওড়ায়। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। পুরো বস্তি ভষ্মীভূত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বৈদ্যুত্ক খুঁটিতেও আগুন ছড়িয়েছে। ঘিঞ্জি এলাকায় প্রবল হাওয়ার জেরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। আশেপাশের বহুতল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ডুমুরজলা স্টেডিয়ামের কাছে একটি আবাসনে নিচে রয়েছে এই বস্তি। সেই বস্তিতে মঙ্গলবার বিকালে আগুন লাগে। কী থেকে আগুন স্পষ্ট না হলেও দুটি সম্ভাবনার কথা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শীতে আগুন পোহানোর সময় আগুন লেগে থাকতে পারে। অথবা সিলিন্ডার ফেটে আগ্নিকাণ্ড হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি সিলিন্ডার ফাটার আওয়াজও পাওয়া গিয়েছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে আগুন দেখা যায়।

ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কলকাতা থেকেও দমকলের ইঞ্জিন ডুমুরজলায় পাঠানো হচ্ছে। মোতায়েন হয়েছে অ্যাম্বুল্যান্সও। বৈদ্যুতিক তারে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল। নাহলে তা থেকে আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রবল গতিতে আগুন ছড়িয়ে পড়ায় পাশের আবাসনের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।