গণতন্ত্রের উপর বুলডোজার চলছে! বেনজির ইতিহাস। সোমবারের পরে মঙ্গলবারও লোকসভা (Loksabha) থেকে সাসপেন্ড ৪৯ জন বিরোধীদলের সাংসদ। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের (TMC) সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়। রয়েছেন শশী থারুর, ডিম্পল যাদব, সুপ্রিয়া সুলে, দানিশ আলি, ফারুক আবদুল্লা-সহ ৪৯জন। এই নিয়ে শীতকালীন অধিবেশনে লোকসভায় (Loksabha) ৯৬ জন ও রাজ্যসভায় ৪৬ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। সংখ্যাটা ১৪১।
বিস্তারিত আসছে…