বর্তমান পরিস্থিতিতে শহরের চারটি রুটেই ট্রাম চালানো যাবে। হাইকোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাতে চলেছে রাজ্য সরকার। যে চারটি রুটে ট্রাম চালানো সম্ভব সেগুলো হল,বালিগঞ্জ-টালিগঞ্জ,গড়িয়াহাট-ধর্মতলা, ধর্মতলা-শ্যামবাজার ও খিদিরপুর-এসপ্ল্যানেড।

শহরে যাতে ট্রাম চলাচল করে সেই দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কোর্টের তরফেও শহরের ঐতিহ্য ট্রামকে বাঁচিয়ে রাখতে রাজ্যকে উদ্যোগী হতে বলা হয়েছে। এই অবস্থায় জানা গিয়েছে, শহরের কোন কোন রুটে ট্রাম চলবে সে নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহনমন্ত্ৰী স্নেহাশিস চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য ব্যক্তিরা। বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের কোন কোন রুটে ট্রাম চালানো সম্ভব তা খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টে হলফনামা দিয়ে সে কথা জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- বোনকে মে.রে জলে ভাসিয়ে দিল দুই ভাই! অনা.র কি.লিং সন্দেহ পুলিশের


































































































































