২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে একেবারেই ব্যর্থ ছিল বাংলাদেশের পারফরম্যান্স। বিশ্বকাপে হারের পর সমালোচনায় পরে শাকিব আল হাসনদের পারফরম্যান্স। আর এরপরই নড়চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এবার সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার নিতে চলেচে বড় পদক্ষেপ। সূত্রের খবর, বোর্ডের নির্বাচক কমিটিতে হবে এবার বদল। তিন সদস্যের নির্বাচক কমিটির মধ্যে দু’জনকে সরানো হবে। বদলে আসবেন দু’জন। তাঁদের প্রথম কাজ হবে ভারতে এক দিনের বিশ্বকাপে ব্যর্থতার বিশ্লেষণ করা। দল কেন হারল তার কারণ খুঁজে বার করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বোর্ড।
বাংলাদেশের বর্তমান নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদিন। তিনি ছাড়া বাকি দু’জন হলেন হাবিবুল বাশার ও আব্দুর রজ্জাক। দু’জনেই বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে একমাত্র রজ্জাক দেরিতে নির্বাচক কমিটিতে ঢুকেছেন। তাই তাঁর কার্যকাল এখনও শেষ হয়নি। বাকি দু’জনের কার্যকাল শেষ হবে ৩১ ডিসেম্বর। তার পরে তাঁদের সরে যেতে হবে। এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, “নির্বাচক হিসাবে দীর্ঘদিন পদে থাকলেও সেরকম কোনও সাফল্য দিতে পারেননি মিনহাজুল ও বাশার। তাই তাঁদের সরানো হচ্ছে।”
আরও পড়ুন:আগামিকাল আইপিএল-এর মেগা নিলাম, কলকাতার র্যাডারে বাংলার তিন ক্রিকেটার