সাড়ে তিন বছর বন্ধ থাকার পর ফের চালু হল ‘শিক্ষা দর্পণ’। সোমবার, সাংবাদিক বৈঠক করে এই ষান্মাসিক পত্রিকার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), বিদ্যালয় সচিব মণীশ জৈন (Manish Jain)-সহ বিশিষ্টরা। প্রধান সম্পাদক ব্রাত্য জানান, সুকুমার রায়ের মৃত্যু শতবার্ষিকী ও ‘আবোল তাবোল’-এর শতবর্ষ উপলক্ষ্যে এই সংখ্যায় থাকছে বিশেষ ক্রোড়পত্র। পত্রিকা পাওয়া যাবে কলকাতা বইমেলাতেও।
এদিন শিক্ষামন্ত্রী (Bratya Basu) বলেন, ‘শিক্ষা দর্পণ’ বিদ্যালয় শিক্ষা দফতরের মুখপত্র। সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে নব কলেবরে প্রকাশ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আগেই ‘শিক্ষা দর্পণ’ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। ভাষা বিষয়ক বিভিন্ন বিষয় রয়েছে এই পত্রিকায়। খেলা, অভিনয়, সিনেমা, নাটক থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন বিশিষ্টরা। বিশেষ ক্রোড়পত্র হিসেবে থাকছে আবোল তাবোল।
মণীশ জৈন বলেন, শিক্ষা এমন একটা ক্ষেত্র যেখানে জ্ঞানের সীমা থাকে না। বইয়ের মাধ্যমে শেখার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশে সব সরকারি গ্রন্থাগারে এই পত্রিকা পৌঁছে যাবে। বইমেলার লিটল ম্যাগাজিন স্টলেও থাকবে ‘শিক্ষা দর্পণ’। দাম ২০০ টাকা।