প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের পিছনে বোলারদের কৃতিত্ব দিলেন রাহুল

0
3

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন ভারত অধিনায়ক কে এল রাহুল। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট নেন অর্শদীপ সিং। ৪ উইকেট নেন আবেশ খান। এই জয়ের ফলে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক কে এল রাহুল।

ম‍্যাচ শেষে রাহুল বলেন,” আমি খুব খুশি। জয় দিয়ে সিরিজ শুরু করতে পারাটা অত্যন্ত আনন্দের। আমরা যে ধরনের জয়ের আশা করেছিলাম তার থেকে সম্পূর্ণ আলাদা একটা জয় পেয়েছি। আমাদের পরিকল্পনা ছিল ম্যাচে যতটা সম্ভব স্পিনারদেরকে আনা যায়। আমাদের প্রত্যেকটা ছেলে খুব ভালো খেলেছে।”

এরপর রাহুল আরও বলেন,” প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে। বল প্রথমদিকে খুব বেশি সুইং করেছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলা হচ্ছে। যে কোন একটি ফর্ম্যাটকে যে কোন ক্রিকেটারের প্রধানত লক্ষ্য দেওয়া উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে টেস্ট এবং টি-২০ ফর্ম্যাটকে সবাই গুরুত্ব দিচ্ছি। প্রত্যেকেই পারফরম্যান্স করছে। দেশের হয়ে ভালো খেলতে চাইছে। তাদের সবার জন্য এটা খুব ভালো সুযোগ দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলার।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস