জোট বৈঠকের আগেই পাশে থাকার বার্তা, ডেরেকের সাসপেনশন প্রত্যাহার চেয়ে চেয়ারম্যানকে চিঠি খড়্গের

0
1

মঙ্গলবারই I.N.D.I.A. জোটের চতুর্থ বৈঠক। তার আগেই তৃণমূলের পাশে থাকার বার্তা দিল কংগ্রেস। রাজ্যসভা থেকে তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brian) সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এর আগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সময়ও তৃণমূলের পাশে দাঁড়িয়ে ছিল হাত শিবির।

বাংলার প্রাপ্য আদায়ে রবিবারই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মঙ্গলবার যোগ দেবেন I.N.D.I.A. জোটের বৈঠকে। এই পরিস্থিতিতে এদিন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি। ঘটনার তিনদিন পরে সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে মল্লিকার্জুন লেখেন, এই ঘটনা সংসদের ঐতিহ্যের পরিপন্থী। ১৩ ডিসেম্বর সংসদে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে ইন্ডিয়া জোটের পক্ষে থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান দাবি করছিলেন ডেরেক (Derek O’Brian)। কিন্তু ভবনের বাইরে মন্তব্য করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সংসদের অধিবেশনে কোনও বিবৃতি দেননি৷

এর আগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া নিয়েও তাঁকে সমর্থন জানিয়ে সরব হয় কংগ্রেস। সাংবাদিকদের সামনে মহুয়া বিবৃতি দেওয়ার সময়েও তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন সনিয়া গান্ধি-রাহুল গান্ধি৷ মঙ্গলবার, জোটের বৈঠকে আসন সমঝোতা দিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের সমীকরণ এক্ষেত্রে গুরুত্ব। এই পরিস্থিতি তৃণমূল সাংসদের হয়ে কংগ্রেস সভাপতির চিঠি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।