বোনকে মে.রে জলে ভাসিয়ে দিল দুই ভাই! অনা.র কি.লিং সন্দেহ পুলিশের

0
1

রাতের রাস্তায় দুই যুবককে সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। সেই দুই যুবক দাবি করে নিজেদের বোনকে গলায় ফাঁস দিয়ে গঙ্গাখালে (Ganga Canal) ফেলে দিয়েছে তারা। যুবকদের কথা শুনেই গঙ্গাখালে ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। পরে পুলিশি জেরায় দুই ভাই স্বীকার করে বোনের পছন্দ করা ছেলেকে পরিবারের কারো পছন্দ ছিল না। এই ঘটনায় অনার কিলিংয়ের (honor killing) তত্ত্ব সন্দেহ করছে পুলিশ।

উত্তরাখণ্ডের রুরকির (Roorkee) বাসিন্দা ১৮ বছর বয়সী তরুণীকে বাড়ি থেকে দিল্লির শাহদারায় এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় দুমাস আগে। পরিবারের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে চায়নি ওই তরুণী। সেই সঙ্গে নিজের পছন্দের প্রেমিকের সঙ্গে রীতিমত যোগাযোগ রেখে যাচ্ছিল সে। এরই পরিণতিতে তরুণীকে অনার কিলিংয়ের শিকার হতে হল কী না, তারই তদন্তে পুলিশ।

পুলিশি জেরায় ধৃত সুফিয়ান ও মেহতাব জানিয়েছে, সাহদারা থেকে বোনকে পিকনিকের জন্য ডেকে উত্তরপ্রদেশের মুরাদাবাদ নিয়ে যায় তারা। গঙ্গাখালের পাশে উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল তারা। এলাকা পুরোপুরি ফাঁকা হতেই নিজেদের মাফলার খুলে তরুণীর গলায় ফাঁস (strangling) লাগিয়ে দেয়। তারপর গঙ্গাখালে তার দেহ ফেলে দেয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় ডুবুরিরা দেহের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন- গণতন্ত্রের ‘কালোদিন’: গুরুতর বিষয়ে আলোচনা চেয়ে একদিনে সাসপেন্ড ৭৮ বিরোধী সাংসদ!