ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২১ ডিসেম্বর কেজরিকে হাজিরা দিতে বলেছে ইডি। এর আগে নভেম্বর মাসেও পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মুখে একবার তাঁকে তলব করা হয়েছিল। যদিও সেদিন কেজরিওয়াল যাননি। এবার দিল্লিতে বিরোধী জোটের বৈঠকের আগে ফের কেজরিকে তলব করল ইডি।
মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। সেই জোটে কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, নীতীশ কুমার প্রমুখ উপস্থিত থাকবেন। এরই মধ্যে ইডি-র চিঠি কিছুটা ছন্দপতন ঘটিয়েছে বিরোধীদের। যদিও মুখ্যমন্ত্রীকে ইডির তলব নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছে আপ। তাদের দাবি, ইন্ডিয়া জোটের বৈঠকের সময়ে ইডি-সিবিআই যে সক্রিয় থাকবে তা আগাম আন্দাজ করা যাচ্ছিল। সুতরাং ঠিক লাইনেই এগোচ্ছে ওরা। বিজেপির কাছে থেকে এর চেয়ে বেশি প্রত্যাশা করা যায় না।
আরও পড়ুন- ২০৩৪ ফুটবল বিশ্বকাপের ম্যাচ ভারতে আয়োজনে ভাবনা AIFF-র : সূত্র