আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। বড়দিন আর বর্ষবরণের উৎসবে মেতে উঠবে তিলোত্তমা কলকাতা। পার্কস্ট্রিট, ধর্মতলা, বো-ব্যারাকের মতো শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সেজে উঠছে রেস্তরাঁ, পানশালা, পাব। তবে উৎসবের দিনগুলিতে যাতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন।

মদ্যপ ব্যক্তিদের গাড়ি চালিয়ে বাড়ি ফেরার উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। অতিরিক্ত মদ্যপান করলে সেই ব্যক্তিকে গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হবে না। বিকল্প ব্যবস্থা করে তাঁদের বাড়ি পাঠানো হবে। তিনি গাড়ি ছেড়ে যেতে আপত্তি জানালে সেক্ষেত্রে চালক ভাড়া করে তাঁকে বাড়ি পাঠানো হবে। শহর-শহরতলির সমস্ত পানশালা এবং রেস্তরাঁকে এই মর্মে নোটিশ পাঠাচ্ছে হোটেল-রেস্তরাঁ সংগঠন।

ফি-বছর ক্রিসমাস থেকে নিউইয়ার, সপ্তাহব্যাপী পানশালা-রেস্তরাঁতে অন্যান্য বছরের তুলনায় ভিড় বেশি থাকে। উৎসবের এই দিনগুলিতে মদ্যপান চলতে থাকে। তবে অতিরিক্ত মদ্যপান করলে সেই ব্যক্তিকে আর গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেবে না রেস্তরাঁ কর্তৃপক্ষ। হোটেলে থাকা বেয়ারারা গাড়ি বা চালক ডেকে দেবেন। ইতিমধ্যেই গাড়ির চালক সরবরাহের জন্য অ্যাপ চালু করেছে এক বেসরকারি সংস্থা। তাদের মাধ্যমেই চালক ভাড়া করে মদ্যপ ব্যক্তিকে নিজের গাড়ি দিয়ে ফেরত পাঠানো হবে। তার জন্য ওই ব্যক্তিকে মেটাতে হবে চালকের মজুরি, সঙ্গে তাঁর গন্তব্যে ফেরার খরচও।
আরও পড়ুন:অযোধ্যার রামমন্দিরে দত্তপুকুরের শিল্পীর কীর্তি, রামের মূর্তি তৈরি করে কামাল জামালউদ্দিনের!










































































































































