যথাযথ মর্যাদার সঙ্গে শনিবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন উদযাপন করল সেদেশের বিজয় দিবস। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এদিন সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বিজয় দিবস উপলক্ষে হাইকমিশনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। বাংলাদেশের হাইকমিশনার তাঁর বক্তব্যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ পরিক্রমায় সংঘটিত বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামে বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের অসম সাহসিকতার কথা শ্রদ্ধায় স্মরণ করেন।

বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এদিন বলেন, সার্বিক মুক্তির মধ্য দিয়ে একটি উদার, উন্নত, অবদানক্ষম, সমতাভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। সেই অভীষ্ট অর্জনে আমাদের সম্মিলিত শপথ ও অঙ্গীকারকে আরও শাণিত করতে হবে। তিনি উল্লেখ করেন, গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। কনস্যুলার সেলিম জাহাঙ্গির বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন এবং জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
আরও পড়ুন- অভিষেকের মামলার ভুল ব্যাখ্যা: সুপ্রিম নোটিশে সত্য প্রকাশ্যে, কী বলবে কু.ৎসাকারীরা!





































































































































