বিএসএফের গুলিতে নিহত দুই অনুপ্রবেশকারীর। রবিবার এই ঘটনা ঘটেছে কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুরে । রবিবার ভোররাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত দুই অনুপ্রবেশকারীর সঠি্ক পরিচয় জানা যায়নি। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সীমান্তের তারকাটার যন্ত্র, টর্চ, হাঁসুয়া, লাঠি।
রবিবার গোবিন্দপুর এলাকায় দুই বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করে। ওই এলাকায় কাঁটাতারের বেড়া নেই। বিএসএফ সূত্রে খবর, ওই এলাকা দিয়ে চোরাচালানের পাশাপাশি অনুপ্রবেশও ঘটে। বিএসএফের ১৪৮ নম্বর ব্যাটালিয়ন দুই অনুপ্রবেশকারীকে দেখতে পায় এবং তাদের বাধা দেয়। কিন্তু দুই চোরাচালানকারী পালানোর চেষ্টা করলে গুলি করে। উমেশ আলি এবং মহম্মদ সাগর নামে ওই দুই অনুপ্রবেশকারীকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে রাত পৌনে তিনটে নাগাদ ভর্তি করা হয়। এদিন ভোররাতে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
বিএসএফের ডিআইজি সঞ্জয় কুমার বলেন, দুজন অনুপ্রবেশকারী মারা গিয়েছে। তাদের কাছ থেকে টর্চ, হাঁসুয়া, তার কাটার যন্ত্র পাওয়া গিয়েছে।