দিল্লি পুলিশের সা.র্জিক্যাল স্ট্রা.ইক! উদ্ধার মূল পাণ্ডা ললিত-সহ সমস্ত অ.ভিযুক্তর মোবাইল

0
1

সংসদ ভবনে (New Parliament) হামলাকাণ্ডে ললিত ঝা (Lalit Jha)-সহ সকল অভিযুক্তদের মোবাইল (Mobile) ফোন উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, রবিবার রাজস্থান থেকে অভিযুক্তদের ফোনের সকল যন্ত্রাংশ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। তবে, সবকটি ফোনই সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া গিয়েছে বলে খবর। কিন্তু পুলিশ মনে করছে ওই মোবাইলের উদ্ধার হওয়া যন্ত্রাংশ থেকে এই মামলার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা যেতে পারে। এদিকে ধৃতদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে আসল রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার এই দুর্ঘটনায় কার্যত হুলস্থূল পড়ে যায় নয়া সংসদ ভবনে। ওই দিন বাকি অভিযুক্তদের সঙ্গেই সংসদ চত্বরে হাজির হয়েছিলেন ললিত ঝা। তাকেই এই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে। হামলার আগে, সেই সকল অভিযুক্তর মোবাইল ফোন নিয়ে নেয়। তবে হামলার পর সেগুলি নিয়েই বাসে করে দিল্লি থেকে রাজস্থানে চম্পট দেয়। তারপরই, প্রমাণ লোপাটের জন্য নিজের-সহ সকল অভিযুক্তর ফোন পুড়িয়ে দিয়েছিল ললিত, এমনটাই দাবি দিল্লি পুলিশের। এদিন সেই পোড়া যন্ত্রাংশগুলিই উদ্ধার করল দিল্লি পুলিশের একটি দল।