গতকালই ছিল অনুর্ধ্ব-১৭ যুব লিগে ডার্বি। আর ছোটদের ডার্বি হারের পর ইস্টবেঙ্গলের যুব দলের এক ফুটবলারের বিরুদ্ধে বয়স ও নাম ভাঁড়ানোর অভিযোগ এনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান।
এআইএফএফ আয়োজিত অনুর্ধ্ব-১৭ যুব লিগে এমন অপরাধের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট ফুটবলার ও ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছে মোহনবাগান। চিঠির সঙ্গে অভিযুক্ত ফুটবলারের পুরনো সিআরএস (সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম) নথিও পাঠানো হয়েছে ফেডারেশনে। চিঠিতে মোহনবাগানের অভিযোগ, “ইস্টবেঙ্গলের অনুর্ধ্ব-১৭ দলে খেলা এক ফুটবলার (শনিবার যুব লিগের ডার্বিও খেলেছে) ২০১৭-১৮ মরশুমে ফেডারেশনের অনুর্ধ্ব-১৩ লিগে সবুজ-মেরুন জার্সি গায়ে খেলেছিলেন। এরপর সেই ফুটবলার কলকাতা লিগে আরও দু’টি ক্লাবের হয়ে খেলেছেন আইএফএ-তে জাল নথির ভিত্তিতে রেজিস্ট্রেশন করে। আবার সেই ফুটবলারকেই ভিন্ন নামে এবং ভুয়ো আধার ও জন্মের শংসাপত্রে সিআরএস-এ নথিভুক্ত করিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সেটা অনুমোদনও করেছে আইএফএ। ফলে অভিযুক্ত ফুটবলারটির রেজিস্ট্রেশন তো বটেই, সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের (সিআরএস) বৈধতাও প্রশ্নের মুখে।
চিঠিতে অভিযুক্ত ফুটবলারের নাম লেখা হয়নি। ভুয়ো নথি-সহ সমস্ত তথ্য ফেডারেশনে পাঠিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পাশাপাশি মোহনবাগান ক্লাবের তরফে চিঠিতে অনুরোধ করা হয়েছে, দোষী প্রমাণিত হলে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় অভিযুক্ত ফুটবলার এবং ক্লাবকে। ইস্টবেঙ্গলের আরও কয়েকজন ফুটবলারের বিরুদ্ধেও বয়সের কারচুপির অভিযোগ জানিয়ে ফেডারেশনে নথি পাঠাচ্ছে মোহনবাগান।
আরও পড়ুন:রোহিতের অপমান, মুম্বইয়ের মেন্টর পদ থেকে কি সরে যাচ্ছেন সচিন তেন্ডুলকর? জল্পনা তুঙ্গে