প্রথম একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের ৮ উইকেটে হারালো টিম ইন্ডিয়া

0
1

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নেমছিল কে এল রাহুলের দল। সেই ম‍্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারায় ভারতীয় দল। এদিন ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১১৬ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ভারতের হয়ে ব‍্যাট হাতে অর্ধশতরান শ্রেয়স আইয়ার এবং সাই সুর্ধারসনের। বল হাতে একাই পাঁচ উইকেট অর্শদীপ সিং-এর। চার উইকেট আভেশ খানের। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল কে এল রাহুলের দল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ১১৬ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকাদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আনডেলি। ২৮ রান করেন জর্জি। ভারতের হয়ে একাই পাঁচ উইকেট অর্শদীপ সিং-এর। চার উইকেট আভেশ খানের। একটি উইকেট নেন কুলদীপ যাদব।

জবাবে ব‍্যাট করতে নেমে শ্রেয়স-সাইয়ের ব‍্যাটিং-এ ভর করে জয় তুলে নেয় ভারতীয় দল। ৫৫ রানে অপরাজিত সাই। ৫২ রান করেন শ্রেয়স। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ রুতুরাজ গায়কোওয়াড। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন মাল্ডর এবং আনডেলি।

আরও পড়ুন:ব‍্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই ঈশান কিষাণ, জানালো বিসিসিআই