ফের ফুটবল দুর্ঘটনা। মাঠে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলেন ইংলিশ প্রিমিয়ারে খেলা এক ফুটবলার। শনিবার ছিল লিউটন টাউন বনাম এএফসি বোর্নমাউথ ম্যাচ। সেই ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন লিউটনের অধিনায়ক টম লকার। বন্ধ করে দেওয়া হয় ম্যাচ।

এই ঘটনার পরেই দ্রুত চিকিৎসকরা এসে লকারকে পর্যবেক্ষণ করেন। এমন ঘটনা দেখে আতঙ্কিত হন দুই দলের খেলোয়াড় সহ ভাইটালিটি স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক। এরপর টম হৃদরোগে আক্রান্ত হয়েছেন এমনটাই জানান হয় ক্লাবের পক্ষ থেকে।

যদিও ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে সুস্থ রয়েছেন লকার। মাঠ থেকে স্ট্রেচারে করে যখন যাচ্ছিলেন, সেই সময়ই প্রতিক্রিয়া দিয়েছিলেন লকার। এরপর স্টেডিয়ামের ভিতর প্রাথমিক চিকিৎসা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই লিউটন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,”আমাদের দলের স্বাস্থকর্মীরা নিশ্চিত করেছেন যে লিউটনের অধিনায়ক মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় তিনি প্রতিক্রিয়াশীল ছিলেন। তাঁকে স্টেডিয়ামের ভিতরে প্রাথমিক চিকিৎসা করা হয়। যার জন্য আমরা আবারও উভয় পক্ষের মেডিকেল টিমকে ধন্যবাদ জানাই। টমকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি এখন স্থিতিশীল এবং বর্তমানে তাঁর পরিবার সঙ্গে আছেন। হাসপাতালে তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা- নিরীক্ষা করা হচ্ছে। আমরা সকল সমর্থকদের তাঁদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
আরও পড়ুন:আজ প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামছে ভারত










































































































































