ফের কলকাতায় (Kolkata) ক্যাব চালকের (Cab Driver) দৌরাত্ম্য। এবার এক মহিলা যাত্রীর (Passenger) সঙ্গে অভব্য আচরণের অভিযোগ এক ক্যাব চালকের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার সন্ধেয় শিয়ালদহ (Sealdah) এলাকা চত্বরে এমন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি ওই মহিলা যাত্রীকে মারধরেরও অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছিল?
মহিলার অভিযোগ, শনিবার সন্ধেয় দাদা ও ভাইপোর সঙ্গে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। শিয়ালদহ থেকে একটি অ্যাপ ক্যাব বুক করেন ওই মহিলা। এরপর ক্যাবে ওঠার পর থেকেই চালক তাঁকে খারাপ নজরে দেখতে শুরু করে বলে অভিযোগ। এমনকী গাড়ির লুকিং গ্লাস দিয়ে মহিলার দিকে তাকিয়ে ছিল ওই চালক, এমনটাই অভিযোগ। তবে চালকের এমন আচরণে প্রতিবাদ করায় তাঁর দাদার সঙ্গে বচসা বেঁধে যায় ক্যাব চালকের। চলন্ত গাড়িতেই শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। এরপর আচমকাই টাকি হাউস স্কুল এলাকার কাছে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দেয় অভিযুক্ত। গাড়ি থেকে নেমে পড়ে। তারপর তাঁর দাদাকে ওই চালক বেধড়ক মারধর করে বলে দাবি মহিলার। তবে শুধু দাদাই নয়, ওই মহিলারও গায়ে হাত দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি নজরে আসতেই ঘটনাস্থলে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তখনই অভিযুক্ত ও তার বন্ধুরা চম্পট দেয়। তড়িঘড়ি পালানোর সময় ওই ট্রাফিক পুলিশকে গাড়ি দিয়ে অভিযুক্ত ধাক্কা মেরে পালায় বলে অভিযোগ।
পরে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা যাত্রী। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। সেই ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।