প্রকাশ রাজকে ক্লিনচিট ইডির! আর্থিক কে.লেঙ্কারি মামলায় বড় স্বস্তিতে দক্ষিণী অভিনেতা

0
2

পঞ্জিকা কেলেঙ্কারি (Ponzi Scam) মামলায় নাম জড়িয়েছিল তাঁর। তবে নিজেদের ভুল স্বীকার করে এবং ঘটনার সত্যতা যাচাই করে এবার অভিনেতা প্রকাশ রাজকে (Actor Prakash Raj) ক্লিনচিট (Clean chit) দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইডি সাফ জানিয়েছে, ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় কোনওভাবেই জড়িত নন এই দক্ষিণী অভিনেতা। তামিলনাড়ুর প্রণব জুয়েলার্স পঞ্জি কেলেঙ্কারি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে প্রকাশ রাজকে ডেকে পাঠিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৫ ডিসেম্বর চেন্নাইয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন প্রকাশ।

উল্লেখ্য ২০ নভেম্বর, তহবল তছরুপ প্রতিরোধ আইনের আওতায়, প্রণব জুয়েলার্স নামে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির এক সংস্থার বিভিন্ন কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল ইডি। এরপরই তদন্তের স্বার্থে সমন পাঠানো হয়েছিল প্রকাশ রাজকে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে জোর করে হেনস্থার অভিযোগ তুলেছেন অনেকেই। এবার প্রকাশের বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব বিরোধীরা। অভিনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও কেন তাঁকে ডেকে পাঠানো হল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।