গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির! একজোটে I.N.D.I.A. লড়লে ১০০ পেরোবে না বিজেপি: মত কুণালের

0
3

সিপিএম এখন বিজেপির ভোটার! রবিবার, চুঁচুড়ার সভা থেকে তীব্র আক্রমণ তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির। I.N.D.I.A. জোট যদি অভিজ্ঞ নেতৃত্বকে সামনে রেখে একজোটে লড়াই করলে লোকসভা ভোটে বিজেপির আসন ১০০ পেরোবে না। মত কুণালের।

তৃণমূল মুখপাত্রের মতে, নির্বাচন কাছে এলেই ধর্মীয় তাস খেলে বিজেপি (BJP)। একই সঙ্গে চলে জাতীয়তাবাদ উস্কে দেওয়ার চেষ্টা। এই প্রসঙ্গে সংসদের হানার প্রসঙ্গ তোলেন কুণাল। তাঁর মতে, এর আগে পুলওয়ামা হামলায় কারা জড়িত এখনও জানা গেল না! যদি মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে যে বিজেপি সাংসদের পাস নিয়ে এই হানাদাররা ঢুকেছিল তাঁর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না কেন – প্রশ্ন তোলেন কুণাল।

লোকসভা ভোটের আগে রামমন্দির উদ্বোধন নিয়েও তোপ দাগেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর মতে, মন্দির আমাদের সংস্কৃতির অঙ্গ। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ ধর্মীস্থান নির্মাণ নয়। তাদের কাজে মানুষের খাদ্য-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করা। তীব্র আক্রমণ করে কুণাল বলেন, বিজেপি-র থেকে হিন্দুত্ব শিখতে হবে না। বিজেপি শুধু হিন্দুত্বের তাস খেলে ভোট চেয়ে বেড়ায়। বামেদের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল মুখপাত্র বলেন, বিজেপির ভোট বাড়াচ্ছে সিপিএম (CPIM)। ক্ষমতায় থাকাকালীন রাজ্যের কোমর ভেঙে দিয়েছে বাম সংরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার সেজে উঠছে। সিপিএম-এ যাঁরা এখন ব্রিগেডে সমাবেশ-মিছিল করছেন, তাঁরাই ভোটের সময় বিজেপিকে ভোট দিয়ে শক্তি যোগান- অভিযোগ কুণালের। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধেও আক্রমণ করে তৃণমূল মুখপাত্রের অভিযোগ, সেলিম নিজেই বিজেপির ভোটার!

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির। মোক্ষম খোঁচা দিয়ে কুণাল ঘোষ বলেন, আগে ঠিক করুক আরএসএস বিজেপি না ইডি-সিবিআই থেকে বাঁচতে দলবদলু বিজেপি- কার দিকে থাকবে।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের মতে, মমতা বন্দ্যোপাধ্যারে নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একজোট হয়ে লড়াই করছে তৃণমূল। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন চুঁচুড়া ২৯ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।