প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন অর্শদীপ

0
1

আজ প্রথম একদিনের ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারতীয় দল। এই ম‍্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন অর্শদীপ সিং। একাই নেন পাঁচ উইকেট। আর এই উইকেটের সুবাদে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন অর্শদীপ সিং। তিনিই প্রথম ভারতীয় বোলার, যিনি একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি উইকেট নিলেন। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে ১০ ওভারে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন বাঁ-হাতি পেসার।

এদিন অর্শদীপের দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে গুটিয়ে দেয় ভারতীয় দল। ২৭.৩ ওভারে ১১৬ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর্শদীপকে যোগ্যসংগত করেন আবেশ খান। তিনি চারটি উইকেট নেন। একটি উইকেট পান কুলদীপ।

এদিকে নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত অর্শদীপ। করলেন অধিনায়ক কে এল রাহুলের প্রশংসা। তিনি বলেন,” আমার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। ঈশ্বর এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। এটি ঠিক সমতল ভূমি নয়, একটু ভিন্ন। আমার শ্বাসকষ্ট হচ্ছিল। আমি কেএল রাহুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাকে বলেছিলেন যে, যখন ওডিআই-এ প্রত্যাবর্তন করবে, তখন পাঁচ উইকেট নিতে হবে।”

এরপর অর্শদীপ আরও বলেন,” আমি কিছুটা চাপের মধ্যে ছিলাম। কারণ একদিনের ক্রিকেটে আগে একটি উইকেটও পাইনি। পাঁচটি উইকেট পাওয়ায় ভালো লাগছে। প্রাথমিকভাবে উইকেট থেকে সাহায্য মিলছিল। পরিকল্পনাটা স্পষ্ট ছিল। এলবিডব্লুউ এবং বোল্ড করা লক্ষ্য ছিল আমাদের।”

আরও পড়ুন:ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানো নিয়ে মোহনবাগানের চিঠি