কেকে’র স্মৃতি ফিরল ব্রাজিলে! গান গাইতে গাইতেই মৃ.ত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

0
1

২০২২ এর মে মাসে কলকাতার নজরুল মঞ্চে ঘটে যাওয়া অভিশপ্ত ঘটনা এখনও ভোলেনি কেউই। মঞ্চে পারফর্ম করার সময়েই গুরুতর অসুস্থবোধ করার পর মৃত্যুর বুকে ঢলে পড়েছিলেন গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ঠিক একই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল ব্রাজিলে। মাত্র ৩০ বছর বয়সেই কনসার্ট চলাকালীনই মঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হল ব্রাজিলের বিখ্যাত গায়ক পেড্রো হেনরিকের।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফেইরা দে সান্তানা অঞ্চলে। সেখানের একটি কনসার্টে পেড্রো গায়ক গান গাইতে উঠেছিলেন মঞ্চে। নানা রকমের লাইট-মিউজিকে মজেছিলেন দর্শক। কিন্তু সেই সময়েই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। হাতে মাইক নিয়ে মঞ্চে সটান পড়ে যান গায়ক। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন ওই গায়ককে। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

প্রসঙ্গত, কিছু দিন আগেই শুটিং থেকে ফেরার পথে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা শ্রেয়স তালপাড়ে। এরপর তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টির পর আগের থেকে বর্তমানে ভাল আছেন অভিনেতা।

আরও পড়ুন- ঝগড়ার জের, প্রেমিকাকে গাড়িচাপা দিল বিজেপির প্রভাবশালী যুবনেতা