বিজয় দিবসে শহিদদের প্রতি ভার্চুয়াল শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

0
1

বাংলাদেশ মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোশ্যাল মিডিয়া পোস্টে শহিদদের বলিদানের প্রতি গোটা দেশের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানান তিনি।

১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে যে সাহসী নায়কেরা দেশের জন্য লড়াই করে নিশ্চিৎ জয় এনে দিয়েছে তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশপাশি তাঁর দাবি, তাঁদের আত্মত্যাগ এবং দৃঢ় মানসিকতা দেশের মানুষের হৃদয়ে এবং জাতির ইতিহাসে চিরকালের জন্য লেখা থাকবে।

শনিবার বিজয় দিবস (Vijay Diwas) পালিত হয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। দিল্লিতে ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে বিজয় দিবস উপলক্ষ্যে শহিদদের শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং ও চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান।