সিলেবাস বদল নিয়ে আজই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বৈঠক!

0
2

১১ বছর পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস (Higher Secondary Syllabus)। আজ দুপুর ১টা নাগাদ শিক্ষা সংসদে বৈঠক। উপস্থিত থাকবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। ৪৭ টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা। প্রত্যেক বিষয় গুরুত্বপূর্ণ মতামত দেবেন বিশেষজ্ঞরা। এরপর খসড়া সিলেবাস যাবে কমিটির হাতে।

প্রায় এক দশকেরও বেশি সময় পর যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদল আসতে চলেছে। জাতীয় স্তরের যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলার পড়ুয়ারা যাতে সমানভাবে অংশ নিতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে সিবিএস‌ই পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে নয়া পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে। সংসদ সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে শেষ বদল আনা হয়েছিল ২০১২-১৩ সালে। আজকের বৈঠকে গাইডলাইন তৈরি হবে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে তা কার্যকরী করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।