আইএসএল-এর ম্যাচে মুম্বই সিটি এফসির গোলশূন্য ড্র করলো ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম্যাচে ড্র করল লাল-হলুদ। যার ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে।
এদিনের ম্যাচে ধারে-ভারে লাল-হলুদের থেকে এগিয়ে ছিল মুম্বই সিটি। স্বাভাবিক ভাবেই খেলার শুরুতে নিয়ন্ত্রণও ছিল তাদের পায়েই। তবুও ম্যাচে শুরু থেকেই আক্রমণে ঝাপায় কুয়াদ্রাতের দল। তবে ম্যাচের চার মিনিটের মাথায় মুম্বইয়ের জর্জে পেরেরা ভাসানো বলে হেড করেতে গিয়েছিলেন জয়েশ রানে। কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক গিলকে বিব্রত করতে পারেননি। বিপিন রাইয়ের ক্রস পেয়ে কাজে লাগাতে পারেননি জর্জে। এরপর পান্টা আক্রমণে ঝাপায় লাল-হলুদ। ক্লেটন সোউল ক্রেসপোর উদ্দেশে দারুণ একটি বল সাজিয়ে দেন। তবে তা তিনি কাজে লাগাতে পারেননি। পরের দিকে ক্লেটনের ফ্রিকিক থেকে বল পেয়ে আরও একটি সুযোগ নষ্ট করেন বোরর্জা হেরেরা। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে ইস্টবেঙ্গল কোচ নামিয়ে দেন নন্দকুমারকে। তাতে ইস্টবেঙ্গলের খেলার মধ্যে ছন্দবদ্ধ ভাব লক্ষ করা যায়। মুম্বই একের পর এক আক্রমণ করলেও লাল-হলুদের রক্ষণ অটুট ছিল। ক্লেটনের সঙ্গে জুটি বেধে বেশ কয়েক বার নন্দকুমার আক্রমণে উঠলেও কাজের কাজ করতে পারেননি। এরপর দু’দল আক্রমণের গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা।
আরও পড়ুন:মুম্বইয়ের নেতৃত্ব তাঁর কাছ থেকে যাচ্ছে তা বিশ্বকাপের আগেই নাকি জানতেন রোহিত: রিপোর্ট