মুম্বইয়ের নেতৃত্ব তাঁর কাছ থেকে যাচ্ছে তা বিশ্বকাপের আগেই নাকি জানতেন রোহিত: রিপোর্ট

0
1

গতকালই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়া। আর এরপরই শুরু হয় বিতর্ক। ক্রিকেটপ্রেমীদের বক্তব্য, রোহিত তাঁর যোগ‍্য সম্মান পাননি। কিন্তু সূত্রের খবর, রোহিতকে যে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে তা বিশ্বকাপের আগেই রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছিল মুম্বইয়ের পক্ষ থেকে। এমনটাই দাবি এক সর্বভারতীয় ওয়েবসাইটের।

জানা যাচ্ছে, বিশ্বকাপের আগেই মুম্বইয়ের তরফে রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী দিনের পরিকল্পনা। সূত্রের খবর, বিশ্বকাপের আগেই মুম্বই কর্তাদের সঙ্গে একের পর এক বৈঠক হয় রোহিতের। যেখানে রোহিতকে বোঝানো হয় এই মুহূর্তে অধিনায়কত্বে বদল কতটা দরকার। আর শেষমেশ রোহিত রাজি হয়ে যান হার্দিকের অধীনে খেলতে।

অপরদিকে গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বইয়ে যোগ দিয়েছেন হার্দিক। মুম্বইয়ে হার্দিকের ফেরা ছিল একটি শর্তের উপর। মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজির মালিককে হার্দিক জানান তাঁকে ফেরাতে হলে নেতৃত্বের পদ দিতে হবে। এই নিয়ে হার্দিকের সঙ্গেও কর্তাদের বেশ কিছু বৈঠক হয়। আর তারপরে হার্দিকের দাবি মেনে নেওয়া হয়। এর পরেই রোহিতের সঙ্গে যোগাযোগ করে বিশ্বকাপের মাঝামাঝি তাঁকে নেতৃত্ব থেকে সরানোর কথা বলা হয়।

আরও পড়ুন:কবে মাঠে ফিরবেন পন্থ? এলো বড় আপডেট