১) জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট। পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে দিল জুয়ান ফেরান্দোর দল। ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট হারানোর ম্যাচে লাল কার্ড দেখায় এদিন গুয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচে বেঞ্চে ছিলেন না কোচ জুয়ান ফেরান্দো।

২) মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার এমনই মারাত্মক অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তদন্তকারী আইপিএস অফিসার জি সম্পথ কুমার। অবশেষে সেই আইপিএস অফিসারকে ১৫ দিনের জন্য কারাদণ্ডের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।

৩) নেতৃত্বে বদল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে। তাঁর জায়গায় দলের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। এমনটাই জানান হল মুম্বইয়ের তরফ থেকে।

৪) আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। মুম্বই এফসি-র বিরুদ্ধে তাদের মাঠেই খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল। মুম্বই ফুটবল এরিনাতে বোরহা হেরেরা, নাওরেম মহেশ সিংদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

৫) ক্রিকেটকে আরও ছোট ফর্ম্যাটে আনতে চলেছে বিসিসিআই। আইপিএলের সাফল্যের পর এই প্রতিযোগিতার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ২০২৪ সাল থেকে শুরু হতে পারে ক্রিকেটের নতুন টি-১০ প্রতিযোগিতা আনতে চলেছে বিসিসিআই। অর্থাৎ ম্যাচ হবে ১০ ওভারের।
আরও পড়ুন:জয়ে ফিরল মোহনবাগান, নর্থইস্টকে হারালো ৩-১ গোলে









































































































































