সংসদে হামলার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝায়ের (Lalit jha) পর এবার পুলিশের জালে ধরা পড়লো আরও ২ ‘অপরাধী’। গত বুধবার পার্লামেন্টে ‘স্মোক ক্যান’ ছড়ানোর ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল ললিত। অবশেষে বৃহস্পতিবার দিল্লিতে আত্মসমর্পণ করেন লোকসভায় হানার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা। তাঁকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এরপরই আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা ললিতের দুই বন্ধু মহেশ ও কৈলাস। তাঁরা ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য বলে জানা যাচ্ছে। ধৃতদের নিয়ে হরিয়ানা কর্ণাটক সহ ৬ জায়গায় যাবে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, চারজন আটক।



বুধবার সংসদে ধোঁয়া কাণ্ডের পর থেকেই ললিত ঝা’কে ট্র্যাক করার চেষ্টা করছিলেন পুলিশকর্মীরা।ঘটনার সময় সংসদের বাইরে পরিবহণ ভবনের সামনে সংসদের গেটের কাছে হাজির ছিলেন ললিত। সংসদ চত্বরের বাইরে যখন তার দুই সঙ্গী ধোঁয়া ওড়াতে ওড়াতে স্লোগান দিচ্ছিলেন, সেই সময়ের দৃশ্য ক্যামেরাবন্দিও করেছিল সে। এরপর যখন পুলিশ সেদিকে এগিয়ে যায়, তখনই সেই চত্বর থেকে পালিয়ে গিয়েছিল ললিত ঝা। সংসদ হামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে সংসদে হানার মূল চক্রী হলেন ললিত। সেই গোটা বিষয়টি পরিকল্পনা করেছিলেন। এরপর গোটা বিষয়টি নিয়ে রাজস্থানে দুই বন্ধুর সঙ্গে ফোনে কথাবার্তা বলেন এবং সেখানে পালিয়ে যান ললিত। তাঁর জন্য হোটেল বুক করেন মহেশ এবং সেখান থেকেই ঘটনার পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছিলেন ললিত। তথ্য নষ্ট করতে ফোন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সংসদে হামলা কাণ্ডে জড়িতদের ৭ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে । এই ঘটনায় আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।






































































































































