মথুরার শাহী ইদগাহ মসজিদ সংলগ্ন অঞ্চলে সার্ভের আর্জিতে বৃহস্পতিবার সম্মতি জানিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এর পাল্টা এই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। তবে শুক্রবার স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বহাল থাকবে হাইকোর্টের নির্দেশ।
হিন্দু ধর্মাবলম্বিদের বিশ্বাস শ্রীকৃষ্ণের জন্মস্থানের ওই চত্বরেই রয়েছে শাহি ইদগাহ মসজিদ। ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। ১৯৩৫ সালে ওই মন্দির চত্বরের মালিকানা মথুরার রাজার হাতে সঁপে দেয় এলাহাবাদ হাই কোর্ট। পর্যায়ক্রমে সেই সত্ব বর্তায় বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ শ্রী কৃষ্ণভূমি ট্রাস্টের হাতে। ফলে স্বাভাবিকভাবেই দুই ধর্মের মানুষের মধ্যে তৈরি হয় সংঘাত। এই নিয়ে বহুদিন ধরেই বিতর্ক ঘনিয়েছিল। হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুসেনার তরফে বিষ্ণু গুপ্ত নামের এক ব্যক্তি গত বছর নিম্ন আদালতের দ্বারস্থ হন। যার বিরোধিতা করে হাই কোর্টে যায় মুসলিম পক্ষ।
এহেন টানাপোড়েনের মাঝেই ওই অঞ্চলের সার্ভের পক্ষে সম্মতি দিয়েছে আদালত। আগামী সোমবার সার্ভের প্যানেল গঠন করবে উচ্চ আদালত। অনুমান করা হচ্ছিল হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে মুসলিম পক্ষ। অবশেষে সেটাই হল ঠিকই তবে হাইকোর্টের নির্দেশ বহাল রইল শীর্ষ আদালতে।