বিচারপতির মন্তব্য দু.র্ভাগ্যজনক! জাতীয় সংগীত অবমা.ননা নিয়ে মন্তব্য কুণালের

0
1

বিধানসভায় তৃণমূলের ঘোষিত প্রতিবাদ কর্মসূচির শেষে জাতীয় সংগীত গাওয়ার সময় বিজেপির তুমুল চিৎকারের প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্যের প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “হাইকোর্টকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু জাতীয় সংগীত নিয়ে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর কিছু মন্তব‌্য আছে যেটা দেখলে মনে হচ্ছে, জাতীয় সংগীত অবমাননাকারীদের উনি প্রশ্রয় দিচ্ছেন। উনি বলছেন, কখন গাওয়া হয়, কেন গাওয়া হল, ফাঁদে ফেলতে গাওয়া হল কি-না।”

তৃণমূল সভানেত্রী যেকোনো রাজনৈতিক কর্মসূচি যে জাতীয় সংগীত গেয়ে শেষ হয় সেই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল মুখপাত্র বলেন, “তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে ওনার ( বিচারপতির) ন্যূনতম ধারনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও কর্মসূচি শেষ হয় জাতীয় সংগীত দিয়ে। সেটা আজ বলে নয়, চিরকাল। এবারও বিধানসভার সেই ধরনা কর্মসূচিতে একইভাবে জাতীয় সংগীত গাওয়া হয়েছে।”

বিচারপতির এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মত কুণাল ঘোষের।

আরও পড়ুন- শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে হা.র্ট অ্যা.টাক অভিনেতা শ্রেয়স তলপড়ে-র, করা হল অ্যা.ঞ্জিওপ্লাস্টি