ব্যাঙ্কের পিন মনে থাকে না? লিখে রাখেন মোবাইলে। জীবনের সব গুরুত্বপূর্ণ নথি স্ক্যান করে রাখেন মোবাইলে? প্রশাসনিক কাজকর্ম করার পর মেসেজ বা ভয়েস রেকর্ড সংগ্রহ করে রাখেন মোবাইলের ফাইলে? আরও অনেক গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের জিনিস যারা যত্ন করে স্যামসাংয়ের (Samsung) মোবাইলে তুলে রাখছেন – তারা সাবধান! আপনার সব তথ্যই অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে। এমনকি আপনার গোটা ফোনটা হ্যাক (hack) করে হাতের পুতুল করে নিতে পারে যে কোনও হ্যাকার। এবার এই নিয়েই সাবধান করছে কেন্দ্র সরকার।

কেন্দ্র সরকারের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম-এর (CAR-In) সুপারিশ অনুসারে ভারতে ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি (Galaxy) সিরিজের ফোনগুলিতে বেশ কিছু খামতি রয়েছে। যার ফলে খুব সহজেই সেগুলি থেকে তথ্য চুরি হতে পারে, বা গোটা ফোনটাই হ্যাক হয়ে যেতে পারে। স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের যে সব সেটে অ্যান্ড্রয়েড (Android) ১১,১২, ১৩ ও ১৪ ব্যবহার করা হয় সেগুলিতে এই সম্ভাবনা সবথেকে বেশি। এইসব ফোনের সিকিউরিটি কোড খোলা, ফোনের ফাইলে ঢুকে পড়া, তথ্য চুরি, ফোনটি খেলনার মতো ব্যবহার করার মতো বিপদ লুকিয়ে রয়েছে।

সেক্ষেত্রে কেন্দ্র সরকারের সুপারিশ এই ধরনের ফোন যারা ব্যবহার করছেন তাঁরা যেন দ্রুত নিজেদের অপারেটিং সিস্টেম (operating system) আপডেট (update) করেন বা ফার্মওয়্যারটি আপডেট করেন। পাশাপাশি ফোনের কোনও সফটওয়্যার আপডেট (software update) এলে তা অগ্রাহ্য করা হবে হ্যাকারদেরকে হাতের মুঠোয় সুযোগ তুলে দেওয়ার মতো। স্যামসাং-কেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। স্যামসাংয়ের পক্ষ থেকেও গ্রাহকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানেরও চেষ্টা চালাচ্ছে সংস্থা।
আরও পড়ুন- বালুরঘাটে বিডিওকে চেয়ার ছু.ড়ে মারার ঘটনায় দো.ষী সাব্যস্ত বিজেপি নেতা সুভাষ সরকার





































































































































