আগামিকাল লাল-হলুদের সামনে মুম্বই সিটি এফসি, স্টুয়ার্টকে নিয়েই চিন্তা কুয়াদ্রাতের

0
3

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। মুম্বই এফসি-র বিরুদ্ধে তাদের মাঠেই খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল। মুম্বই ফুটবল এরিনাতে বোরহা হেরেরা, নাওরেম মহেশ সিংদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।লাল-হলুদ কোচের চিন্তা মুম্বইয়ের দুরন্ত আক্রমণভাগ নিয়ে। বিশেষ করে তাদের স্কটিশ ফরোয়ার্ড গ্রেগ স্টুয়ার্টকে আইএসএলের সেরা ফুটবলার বলে দিলেন কুয়াদ্রাত।

গত মরশুমে মুম্বই সিটির বিরুদ্ধে নাওরেম মহেশ সিংয়ের গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। এবার তার পুনরাবৃত্তি ঘটাতে পারবে কি না দল, সেদিকে তাকিয়ে থাকবেন লাল-হলুদ সমর্থকরা। ক্লেটন সিলভাদের কোচ জানিয়ে দিলেন, দল আত্মবিশ্বাসী। তবে মুম্বই ম্যাচ কঠিন হবে। এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “মুম্বই প্রচুর সাফল্য পেয়েছে। ওরা আগে আইএসএল জিতেছে। গতবারের লিগ-শিল্ড চ্যাম্পিয়ন। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। ওরা দল হিসেবে যথেষ্ট শক্তিশালী।”

স্টুয়ার্ট, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিংয়ের মতো ফুটবলারদের নিয়ে গড়া মুম্বইয়ের আক্রমণভাগকে থামানোর জন্য যে নির্দিষ্ট পরিকল্পনা করে মাঠে নামতে হবে, তা পরোক্ষে মেনে নিচ্ছেন কুয়াদ্রাত। ইস্টবেঙ্গল কোচের কথায়, “ওদের নিয়ে নিশ্চয় আমাদের পরিকল্পনা থাকবে। তবে স্টুয়ার্ট আইএসএলের সেরা ফুটবলার। এটা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও আমরা তিন পয়েন্টের জন্যই খেলব।” অধিনায়ক হরমনজ্যোৎ সিং খাবরার চোট নিয়ে উদ্বেগের মধ্যেই আশার কথা শুনিয়েছেন লাল-হলুদ কোচ। কুয়াদ্রাত জানিয়েছেন, নতুন করে খাবরার চোটের পর্যবেক্ষণের পর আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারেন সিনিয়র এই ফুটবলার।

আরও পড়ুন:ক্রিকেটের নতুন প্রতিযোগিতার ভাবনায় বিসিসিআইয়ের, হতে পারে ২০২৪-এ : সূত্র