নেতৃত্বে বদল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে। তাঁর জায়গায় দলের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। এদিন এমনটাই জানান হল মুম্বইয়ের তরফ থেকে।

এই নিয়ে এদিন মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে বলেন, “এটাই মুম্বইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং, বার বার মুম্বইকে সেরা ক্রিকেটারেরা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের।”

তিনি আরও বলেন,” হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়। আমি নিশ্চিত ওর অধীনে মুম্বই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।”

যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি রোহিত-হার্দিক দু’জনই।
আরও পড়ুন:আগামিকাল লাল-হলুদের সামনে মুম্বই সিটি এফসি, স্টুয়ার্টকে নিয়েই চিন্তা কুয়াদ্রাতের










































































































































