সেনাঘাঁটিতে জঙ্গি হামলার তিনদিনের মধ্যে আবার পাকিস্তানে আত্মঘাতী হামলা। খাইবার পখতুনখোয়া এলাকার টঙ্ক (Tank) জেলার পুলিশের সদর দফতরে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় অন্তত তিন পুলিশকর্মীর মৃত্যুর খবর জানা যাচ্ছে। আহত দুই পুলিশকর্মী। অন্যদিকে তিন হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।
পাকিস্তানের খাইবার পখতুনখোয়া একসময় তালিবানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। এখন সেখানে সক্রিয় হয়েছে নতুন তৈরি হওয়া স্থানীয় জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম। শুক্রবার সকালে এক আত্মঘাতী জঙ্গি টঙ্ক জেলার পুলিশের সদর দফতরে ঢুকে নিজেকে আত্মঘাতী বোমায় (suicide bomb) উড়িয়ে দেয়। তার পিছনে থানায় ঢুকে পড়ে জঙ্গিরা (militants)। কয়েক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। জঙ্গিদের আরও বড় পরিকল্পনা ছিল বলে দাবি পুলিশের। তবে পুলিশকর্মীদের তৎপরতায় সেই পরিকল্পনায় তারা সফল হয়নি।
ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি চালানো শুরু করে টঙ্ক পুলিশ। খোঁজ চালানো হচ্ছে লুকিয়ে থাকা জঙ্গিদের জন্য। হামলাকারীরা গুলি চালানোর পাশাপাশি হ্যান্ড গ্রেনেড (hand granade) নিয়েও হামলা চালায়। পুলিশ জানিয়েছে টঙ্কের সাব-ইন্সপেক্টরেরও এই হামলায় মৃত্যু হয়েছে। এর আগে ১২ ডিসেম্বর জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জেহাদ পাকিস্তান (TJP) নামের জঙ্গি সংগঠনের হামলায় ২৩ জন সেনার মৃত্যু হয়েছিল। এই ঘটনার তিনদিনের মধ্যেই পাকিস্তানের নিরাপত্তার ওপর নতুন করে প্রশ্ন চিহ্ন তুলে দিল নতুন আরেক জঙ্গী সংগঠন।