ডেঙ্গি (Dengue)নিয়ে উদ্বেগ কমছে না। ডিসেম্বরের কনকনে শীতেও এই রোগের দাপট চিন্তায় রাখছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এবার মৃত্যু হল চিকিৎসক পড়ুয়ার। ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া পৃথ্বীরাজ দাস (Prithwiraj Das) বারাসতের বেসরকারি হাসপাতালে ডেঙ্গি (Dengue ) শক সিনড্রোমে মারা যান বলেই খবর।
সাধারণত বর্ষায় ডেঙ্গির দাপট বাড়লেও শীতে তা আস্তে আস্তে কমে যায়। কিন্তু এবছর ব্যতিক্রমী ছবি ধরা পড়ছে। বিশেষ করে এই ছাত্রের মৃত্যু ভাবাচ্ছে চিকিৎসকদের। গত এক দশকের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে এবার। কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও আতঙ্ক বাড়িয়েছে এই রোগ। গত মাসেও বর্ধমানে এক মহিলার মৃত্যুর খবর এসেছিল। ডিসেম্বরেও আশঙ্কা পিছু ছাড়ছে না।