শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে হা.র্ট অ্যা.টাক অভিনেতা শ্রেয়স তলপড়ে-র, করা হল অ্যা.ঞ্জিওপ্লাস্টি

0
1

হৃদরোগে আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তলপড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইতে শুটিং শেষ করার ঠিক পরেই হৃদরোগে আক্রান্ত হন ৪৭ বছর বয়সী অভিনেতা শ্রেয়স তলপড়ে। অভিনেতাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।

বলিউড সূত্রে খবর, শ্রেয়স সারাদিন শ্যুটিং করে বাড়ি ফিরছিলেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবির শ্যুট চলছিল। শুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি একটা অস্বস্তি বোধ করছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে অবস্থা আরও খারাপ হয়। এরপর আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।

আরও পড়ুন- অবশেষে গ্রে.ফতার সংসদে হা.মলার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা