৩৬ টি পরিষেবা নিয়ে আজ থেকে শুরু অষ্টম দফার ‘দুয়ারে সরকার’ 

0
3

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে সাধারণ মানুষকে একগুচ্ছ সুযোগ সুবিধা পাইয়ে দিতে আজ থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ (Duyare Sarkar) পরিষেবা। এখনও পর্যন্ত ৭টি পর্যায়ে রাজ্যজুড়ে ৫ লক্ষ ৬৬ হাজার শিবির করা হয়েছে। যেখান থেকে ৮ কোটি ১০ লক্ষ মানুষকে পরিষেবা প্রদান করেছে বাংলার সরকার (Government of West Bengal)। অষ্টম দফায় ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। আগামী বছরের ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান শুরু হবে।

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত এই উদ্যোগ। রাজ্যে সর্বাধিক মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার অনন্য কর্মসূচিকে ঘিরে চরম উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে। এবারের দুয়ারে সরকারে থাকছে লক্ষীর ভান্ডার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা সহ আরও একগুচ্ছ পরিষেবা।