মাঝে একদিনের জন্য পারদ পৌঁছেছিল ১৫ ডিগ্রিতে। কিন্তু গতকাল রাতে আবার চেনা ছন্দে ১৪ এর ঘরে ফিরল শীত (winter)। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা নামল ১০ বা ৯ এর ঘরে। আগামী সপ্তাহের গোড়ার দিক পর্যন্ত চুটিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। কুয়াশা না থাকায় দিনের তাপমাত্রা উর্ধ্বমুখী হলেও রাতে কনকনে ঠান্ডা থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)।


রাজ্যে শীতের আমেজ পুরোপুরি টের পাচ্ছেন সাধারণ মানুষ। হাওয়া অফিস সূত্রে খবর আরও তিন-চার দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী থাকবে।খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত শীতের প্রথম স্পেল থাকবে এ রাজ্যে।উত্তর-পশ্চিমের কনকনে ঠাণ্ডা হাওয়ার অবাধ গতিবিধির কারণে ঠাণ্ডা বাড়তে পারে।






































































































































