অসমে সেনাছাউনির বাইরে বি.ষ্ফোরণ, দায় স্বীকার আল.ফা (আই)-র

0
1

অসম পুলিশের ডিজি-কে বার্তা দিতে সেনাছাউনির (army camp) সামনে বিষ্ফোরণ আলফা-আই-এর (ULFA-I)। শুক্রবার ভোররাতে জোরহাটের (Jorhat) সেনাছাউনির সামনে কম তীব্রতার একটি বিষ্ফোরণ (blast) ঘটনায় জঙ্গিরা। পরে সংবাদ মাধ্যমের কাছে পাঠানো বার্তায় হামলার দায় স্বীকার করে তারা। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে বিষ্ফোরণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ঠিক তিন সপ্তাহ আগে ২৩ নভেম্বর তিনসুকিয়ার সেনাছাউনির মূল গেটের বাইরে একটি গ্রেনেড বিষ্ফোরণ ঘটে। সেনাবাহিনীর তৎপরতায় ধরা পড়ে যায় দুই হামলাকারী। সেই বিষ্ফোরণে আলফা-র পরেশ গোষ্ঠীর যোগ দাবি করে গোয়েন্দারা। নভেম্বরেই বিষ্ফোরণের ঘটনা ঘটে শিবসাগরেও। আসামের জোরহাট, তিনসুকিয়া, শিবসাগর, ডিব্রুগড় ও চরাইদেও জেলাকে এখনও আলফা প্রভাবিত বলে গোয়েন্দা রিপোর্টে প্রকাশিত। আর এখানে সক্রিয় পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন আলফা-আই গোষ্ঠী।

শুক্রবারের বিষ্ফোরণের পরে হামলাকারী জঙ্গি গোষ্ঠীর দাবি অসম পুলিশের ডিজি (Director General) জিপি সিং রাজনৈতিক পথে সমস্যার সমাধান করছেন না। আলফা-কে আইন শৃঙ্খলা ভঙ্গকারী বলে দাবি করছেন। তার ফলে রাজনৈতিকভাবে যে সব সমস্যার সমাধান হতে পারত তা হচ্ছে না। জোরহাটের লিসুবাড়ি এলাকায় একটি ডাস্টবিনে কম শক্তিশালী বোমাটি ফাটে। কোনও জীবনহানির ঘটনা না ঘটলেও পুলিশ ও সেনা একযোগে ঘটনার পর জঙ্গি দমনে তৎপর হয়েছে।

আরও পড়ুন:শীর্ষ আদালতে মহুয়া মামলার শুনানি পিছলো জানুয়ারিতে