ধর্ষণের মামলায় ২৫ বছরের সাজা যোগীরাজ্যের বিজেপি বিধায়কের, খারিজ হচ্ছে এমএলএ পদও

0
2

নাবালিকাকে ধর্ষণ করার দায়ে দোষী সাব্যস্ত হল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার দুধি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধি রামদুলার গোন্ডকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে আদালত। আজ, শুক্রবার রামদুলার বিরুদ্ধে সাজা ঘোষণা করে আদালত। জানা গিয়েছে, নয় বছর আগে, ২০১৪ সালে রামদুলার বিরুদ্ধে মেয়রপুর থানায় নাবালিকা ধর্ষণের মামলা করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল দোষী সাব্যস্ত হয় সে।

উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রামদুলার গন্ডকে নাবালিককে ধর্ষণের জন্য ২৫ বছর কারাবাসের সাজা দিল সোনভদ্রের একটি স্থানীয় আদালত।গোন্ড সোনভদ্র জেলার দুধি আসনের বিধায়ক।দুদিন আগে বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করেছিল আদালত। স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সোনভদ্র) সত্য প্রকাশ ত্রিপাঠি জানিয়েছেন, “শুক্রবার, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বিধায়ক রামদুলারকে আদালতে আনা হয়েছিল। আদালত তাকে ২৫ বছরের সাজা দিয়েছে এবং ১০.৫ লাখ টাকা জরিমানা করেছে। আদালত জরিমানার পুরো টাকা পীড়িতকে দেওয়ার নির্দেশ দিয়েছে।”

আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (প্রমাণ নষ্ট করা এবং মিথ্যা তথ্য দেওয়া) এবং পকসো আইনের কিছু ধারার অধীনে বিধায়ককে দোষী সাব্যস্ত করেছিল।প্রসিকিউশন অনুসারে, ৪ নভেম্বর, ২০১৪ সন্ধ্যায় নাবালিকা মেয়েটি যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে কাছাকাছি মাঠে গিয়েছিল তখন গন্ড যৌন নিপীড়নের চেষ্টা করেছিল। বাড়ি ফিরে মেয়েটি তার বড় ভাইকে এই ঘটনার কথা জানায়।

নির্যাতিতার আইনজীবী বিকাশ শাক্য বলেন, পীড়িতা তার ভাইকে আরও বলেছে যে রামদুলার গন্ড তাকে হুমকি দিয়ে গত এক বছরে বেশ কয়েকবার ধর্ষণ করেছে।বিচার চলাকালীন, প্রসিকিউশন দাবি করেছিল যে পীড়িতা ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেছিলেন, অন্যদিকে বিধায়ক স্কুলের জাল নথিপত্র তৈরি করে দাবি করেছিলেন যে মেয়েটি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেছিলেন।