ফের সংসদে ঢুকে ঝাঁপ দেবে ২ হানাদার, ঘটনার পুনর্নির্মাণে দিল্লি পুলিশ

0
1

দেশে সংসদ ভবনের নিরাপত্তাকে বুড় আঙুল দেখিয়ে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে ২ হানাদার। সাগর শর্মা ও মনোরঞ্জন ডি যখন সংসদের ভিতরে তখন বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল আরও ২ জন নীলম আজাদ এবং অমল শিন্ডে। বুধবার ঘটা সেই ঘটনার এবার পুনর্নিমাণ করতে চলেছে দিল্লি পুলিশ। চার জনকেই আবার সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে। আবার গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপ দেবেন দুই যুবক। কী ভাবে তাঁরা রং বোমা নিয়ে লোকসভার মধ্যে প্রবেশ করলেন, কোন নিরাপত্তা ব্যবস্থাকে কী ভাবে এড়িয়ে গেলেন, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, ৪ অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, গুরুগ্রামের একটি বাড়িতে প্রায়ই দেখা করতেন অভিযুক্তেরা। সেখান থেকেই বুধবারের মিশনের পরিকল্পনা করে ৪ জন। ঘটনার পুনর্নির্মাণে গুরুগ্রামের সেই বাড়িতে নিয়ে যাওয়ার পাশাপাশি মুম্বইয়ে যেখান থেকে তাঁরা রং বোমা কিনেছিলেন এবং লখনউতে যেখান থেকে তাঁরা সেই রং বোমা লুকনোর জুতো কিনেছিল সেখানেও নিয়ে যাওয়া হবে অভিযুক্তদের। তবে সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে। এর মাঝে ঘটনার পুনর্নিমাণের জন্য ধৃতদের সেখানে নিয়ে গেলে সংসদের কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই মনে করা হচ্ছে, আগামী শনিবার অথবা রবিবার সংসদ হানার পুনর্নিমাণ হবে। সে দিন সংসদ ফাঁকা থাকবে।