রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত! কতদিন নিম্নমুখী থাকবে পারদ? বড় আপডেট হাওয়া অফিসের

0
1

আসতে কিছুটা দেরি হলেও ডিসেম্বরেই (December) রাজ্য জুড়ে শীতের দাপট। বুধবার ছিল এই মরসুমের শীতলতম দিন। এদিকে বৃহস্পতিবার সকাল হতেই কুয়াশার চাদরে মুখ ঢাকে বাংলা (Bengal)। আর সেকারণেই ভোরের দিকে দৃশ্যমানতা ছিল খুবই কম। তবে এদিন আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office) জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন এই শীতের (Winter) আমেজ রাজ্যজুড়ে বজায় থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। পাশাপাশি জেলায় ১১-১২ ডিগ্রির ঘরে থাকবে রাতের তাপমাত্রা। আপাতত ঠান্ডার এই স্পেল বজায় থাকবে বলে খবর। এদিকে, বুধবারই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সন্দাকফু, উত্তর সিকিম, পূর্ব সিকিমে তুষারপাত হয়েছে। অন্যদিকে, দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে ডুয়ার্সেও। যার জেরে প্রচুর পর্যটক সিকিমে আটকে পড়েছেন বলে খবর।