মুখ্যমন্ত্রীর সামনে মুখ দেখাতে ল.জ্জা, নবান্নের বৈঠকে যোগ না দিয়ে পালালেন শুভেন্দু

0
1

রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যকে মনোনীত করতে বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডাকা হয়। প্রোটোকল মেনে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকেও। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকক্ষে ডাকা ওই বৈঠকে যোগ দেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

তবে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল। কারণ, তিনি একাধিকবার বিভিন্ন জায়গায় দাবি করেছেন, কোনও বৈঠকে তাঁকে আমন্ত্রণ করা হয় না। অথচ, প্রতিবারই বিভিন্ন অজুহাতে বৈঠক এড়িয়ে যান তিনি। এবারও যখন আমন্ত্রণ করা হল, তখনও গেলেন না শুভেন্দু। এদিন বৈঠকে না যাওয়ার কারণ হিসেবে এক্স হ্যান্ডেলে ছেদো যুক্তি দেন শুভেন্দু। তিনি লেখেন, ‘‌এই বৈঠক আমি প্রত্যাখ্যান করলাম। কারণ এই বৈঠক আইওয়াশ। রাজ্য মানবাধিকার কমিশন বেশিরভাগ সময়ে নিষ্ক্রিয় এবং গভীর নিদ্রায় থাকে। এখানকার সদস্যদের নির্বাচন মূলত রাজ্য সরকারের পছন্দ অনুসারেই হয়। তাই এই বৈঠক ডাকা একেবারেই চোখে ধুলো দেওয়া। তাই মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেব না। রাজ্য মানবাধিকার কমিশন কোনও কাজ করে না। সারা বছর গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। বাংলায় নির্বাচনের পর হিংসার ঘটনা নিয়ে রাজ্য মানবাধিকার কমিশন নিজে থেকে কোনও ব্যবস্থাই নেয়নি। কমিশনের ভূমিকা ন্যক্কারজনক। তারা সরকারের হাতের পুতুল।’‌

বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কটাক্ষ করা হয়েছে শুভেন্দুকে। তৃণমূলের দাবি, আসলে বেইমান-গদ্দার-দলবদলু শুভেন্দু পালিয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর সামনে মুখ দেখানোর ক্ষমতা নেই বলেই বৈঠক এড়িয়েছেন বিরোধী দলনেতা। এই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য গত ১ ডিসেম্বর অর্থাৎ দু’সপ্তাহ আগে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয় নবান্ন থেকে। চিঠি পেয়ে শুভেন্দু জানান, বৈঠকে যাবেন কিনা সেটা যথা সময়ে জানাবেন। সেদিনই স্পষ্ট হয়েছিল, এবারও কোনও না কোনও অজুহাত দেখিয়ে বৈঠকে যোগ দেবেন না তিনি। আসলে শুভেন্দু মুখ্যমন্ত্রীর সামনে মুখ দেখাতেই লজ্জা পান।

এদিকে, নবান্ন সূত্রে খবর, বাসুদেব বন্দ্যোপাধ্যায় অতীতে মুখ্যসচিব ছিলেন। তাই তিনি যোগ্যতম প্রার্থী। আইনশৃঙ্খলা, মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশ ব্যবস্থাপনা নিয়ে তাঁর সম্যক ধারণা আছে।

আরও পড়ুন- জ্যোতিপ্রিয়র নজরদারিতে সিসিটিভি-র বদলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব? ইডিকে জানানোর নির্দেশ আদালতের